শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ - ১৯:৩৬
প্রজন্মের প্রশিক্ষণ ও পারিবারিক ভিত্তি সুদৃঢ় করতে নারীদের ভূমিকা অতুলনীয়  

মাদ্রাসা ইলমিয়া ফাতিমা আয-যাহরা (সা.) সাওয়ার সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে "সমাজে ধর্মীয় বিশেষজ্ঞ ও কুরআনিক জ্ঞানে পারদর্শী নারীদের প্রয়োজন" শীর্ষক একটি নৈতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মাদ্রাসা ইলমিয়া ফাতিমা যাহরা (সা.) সাওয়ার সাংস্কৃতিক বিভাগের আয়োজনে উক্ত সেমিনারে মাদ্রাসার প্রিন্সিপাল মাহতাবা মাদানী বক্তব্য রাখেন।  

তিনি হাওজা ইলমিয়ায় অধ্যয়নের অসংখ্য সুবিধার কথা উল্লেখ করে সর্বাধিক গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে ধর্ম, ঐশী বিধান ও মহানবী (সা.)-এর খাঁটি ইসলামের গভীর জ্ঞানার্জনকে নির্দেশ করেন।  

মাহতাবা মাদানী উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে তাদের এই পবিত্র প্রতিষ্ঠানে পড়ালেখার লক্ষ্য নিয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান জানান।  

তিনি ছাত্রীদের সমাজে নেতৃত্বদানকারী ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, ছাত্রীদের ধর্মীয় প্রচারক হিসেবে নিজেদের পড়াশোনায় পূর্ণ মনোযোগ ও দক্ষতা অর্জন করা উচিত, যাতে তারা প্রথমে নিজেদেরকে প্রশিক্ষিত করার পথে অগ্রসর হয় এবং তারপর প্রচার, প্রশিক্ষণ ও সমাজকে শিক্ষাদানের ক্ষেত্রে পদার্পণ করে।

মাদ্রাসা ইলমিয়া ফাতিমা যাহরা (সা.) সাওয়ার প্রিন্সিপাল প্রজন্মের লালন-পালন ও পারিবারিক ভিত্তি মজবুত করতে নারীদের অনন্য অবদানের কথা উল্লেখ করে বলেন, যদি ধর্মীয় প্রচারক নারী হন, তবে তাদের প্রভাব আরও বেশি হবে। কারণ তাদের পারিবারিক দায়িত্ব, যেমন সন্তানের যত্ন ও রক্ষণাবেক্ষণ, তাদের সহায়ক ভূমিকার সাথে যুক্ত হয়ে পবিত্রতা, নামাজ, সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের মতো নীতিগুলো বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও যোগ করেন, ধর্মীয় বিশেষজ্ঞ নারীরা এই বিধানগুলো বাস্তবায়নে পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে পারেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha